thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চুয়াডাঙ্গায় কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৬:২৩:১২
চুয়াডাঙ্গায় কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে শনিবার লিমুয়েল ইসলাম শিমুল (২১) নামে এক কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে।

লিমুয়েল ইসলাম শিমুল চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে। সে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

নিহতের বাবা আহাম্মদ আলী জানান, গত শুক্রবার সন্ধ্যায় শিমুল বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ (শনিবার) সকালে গ্রামের একটি ভুট্টা ক্ষেতে মাটি চাপা দেওয়া একটি মৃতদেহ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুক হোসেন জানান, শনিবার বেলা ১২টার দিকে ছয়ঘরিয়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় শিমুলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সেকেন্দার এবং মুসা নামে দুই যুবককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, শিমুলকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আটক দুজনের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমআর/ইইউ/জেএম/আরকে/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর