thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ আটক ৪

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৭:০৩:১৬
সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ আটক ৪

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের বাজার স্টেশন থেকে বাসে ঢাকা যাওয়ার সময় ফেন্সিডিলসহ চারজনকে আটক করেছে র‌্যাব। তাদের শরীরে ও ব্যাগে তল্লাশি চালিয়ে ২৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

আটকেরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার শামসুর শেখের স্ত্রী নাজমা আক্তার (৪৫), মৃত আলহাজ মুন্সির ছেলে আলাউদ্দিন (২৫), একই জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর গ্রামের স্বামী মৃত, বাবলু মিয়ার স্ত্রী মোছা. হামিদা (৬০) ও মো. সাঈদ আলীর স্ত্রী শারমিন (২৫)।

র‌্যাব-১২ স্পেশাল কোম্পানির কমান্ডার অশোক কুমার পাল দ্য রিপোর্টকে জানায়, আটকেরা শনিবার দুপুরে শহরের বাজার স্টেশনের এসআই কাউন্টার থেকে বাসে ঢাকায় যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর চারঘাট উপজেলায় তাদের শরীর ও শারমিনের দুই ছেলে-মেয়ের ব্যাগে তল্লাশি চালিয়ে ২৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরও জানায় আটকেরা নিরাপদে মাদকদ্রব্য বহনের কৌশল হিসেবে রাজশাহী-ঢাকা মহাসড়কে না এসে সিরাজগঞ্জ হয়ে ঢাকায় যাতায়াত করে। তাদের জিজ্ঞাসাবাদের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/ইইউ/জেএম/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর