thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

চরফ্যাশনে ২০ ট্রলারসহ ২৫ জেলে অপহরণ

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৭:২৯:৪৮
চরফ্যাশনে ২০ ট্রলারসহ ২৫ জেলে অপহরণ

ভোলা সংবাদদাতা : ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরী মুকরীর শিবচরসংলগ্ল সাগর মোহনায় জেলেদের ট্রলারে জাল, মাছ, ইঞ্জিন গণডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ২০টি ট্রলারসহ ২৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

শনিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত ডাকাতির এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন- মান্নান মাঝি (৫৬), বাবুল হোসেন (৪৯), আবদুল জলিল (৫০), মো. নাছির (৩০), মো. জাফর (৪৫), আরমান (২৯), জিয়া (২৫), মেহেদি (৪৪), কামরুল (২৮), বশির (৪৪), মামুন (৩৭), রুবেল (২০), রফিক (৪৭), কামাল (৪১) রবিউলসহ (৪০) ২৫ জন।

ক্ষতিগ্রস্ত জেলেরা জানান, শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত চর কুকরী মুকরীর সাগর মোহনায় অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ থেকে ৩৫ জন ডাকাত মাছ, জাল ও ২০টি ট্রলারসহ ২৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।

এ ব্যাপারে ভোলার দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশের একটি দল সকালে সাগর মোহনায় পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ডাকাতকে গ্রেফতার কিংবা অপহৃত জেলেদের উদ্ধারা করতে পারেনি পুলিশ।

(দ্য রিপোর্ট/জেএস/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর