thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘সাংবিধানিক ধারা রক্ষা গণতান্ত্রিক ফরজ’

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৮:৪৮:২২
‘সাংবিধানিক ধারা রক্ষা গণতান্ত্রিক ফরজ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষাকে গণতান্ত্রিক ফরজ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে ভান্ডারিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

৫ জানুয়ারির নির্বাচনে আনোয়ার হোসেন মঞ্জু ও তার দল জাতীয় পার্টির (জেপি) অংশগ্রহণ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে অনেকে মনে করেছিলেন সব কিছু ওলটপালট হয়ে যাবে। কিন্তু তিনি (মঞ্জু) বুঝেছিলেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের বিকল্প নেই। এটা বোঝতে পেরেই তিনি শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিয়েছিলেন।’

তিনি বলেন, ‘আনোয়ার হোসেন মঞ্জু যে স্বপ্ন দেখেন সে অনুসারেই সিদ্ধান্ত নেন আর সে পথেই হাঁটেন। আমি ৯০ সালের পরে তাকে দেখেছি রাস্তায় মিছিল করতে। বোমায় আহত হতে।’

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত সমাজ গঠনে আনোয়ার হোসেন মঞ্জুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলেও মনে করে ইনু।

তিনি বলেন, ‘মঞ্জু ভাই জীবনে চড়াই-উৎরাই, উত্থান-পতনের মধ্য দিয়ে এখানে এসেছেন। সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। সুতরাং তার সংবর্ধনা পাওয়ার অধিকার রয়েছে।’

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘এবার নির্বাচনে অনেকে আমাকে বলেছে, আমি নাকি আওয়ামী লীগে গিয়েছি। আমি তো ২০০৬ নির্বাচনেও গিয়েছিলাম। তখন অনেক আমাকে বিএনপি বলেছিল। এখন আমি নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করলাম আমি নির্বাচনে গিয়েছিলাম, কোনো দলে যাইনি।’

এর আগে আয়োজক সংগঠনের পক্ষ থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভান্ডারিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর