thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৯:১০:১৮
আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

দ্য রিপোর্ট সংবাদদাতা : আশুলিয়ায় তাসলিমা আক্তার (৩০) নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যার পর পাশের এক ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাঁশবাড়ী এলাকার একটি ধানক্ষেত থেকে নিহত ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

তাসলিমা আক্তার আশুলিয়ার বাঁশবাড়ি এলাকায় তার স্বামী মাসুদের সঙ্গে থেকে স্থানীয় নয়ারহাট এলাকার সাউথ চায়না নামের একটি পোশাক কারখানায় অপারেটরের কাজ করতেন।

পুলিশ জানায়, শনিবার সকালে আশুলিয়ার বাঁশবাড়ি এলাকায় ধানক্ষেতে এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত ওই নারীর ভাই জানান, শুক্রবার রাতে বোনজামাই মাসুদ রানা তাকে মুঠোফোনে তাসলিমার মৃত্যুর সংবাদটি জানান। এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ।

প্রতিবেশীরা জানান, প্রায়ই স্বামী মাসুদ তাসলিমার উপর নির্যাতন করত। তাদের সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গতকালও বেতনের টাকার হিসাব ঠিকমত না দেওয়ায় স্বামী মাসুদ তাকে মারধর শুরু করেন। ধারণা করা হচ্ছে, এরপর তাকে শ্বাসরোধে হত্যা করে পাশের ধানক্ষেতে ফেলে পালিয়ে যায় ঘাতক স্বামী মাসুদ রানা।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাতক স্বামীই শ্বাসরোধে তাকে হত্যার পর ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই মাসুদ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান এসআই হাবিব।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএটি/ এনআই/ফেব্রুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর