thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিজয়ার মৃত্যুতে ফখরুলের শোক

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৯:১৬:৩৭
বিজয়ার মৃত্যুতে ফখরুলের শোক

দ্য রিপোর্ট প্রতিবেদক : দানবীর আর পি সাহার বড় মেয়ে ও কুমুদিনী ট্রাস্টের সাবেক পরিচালক বিজয়া শওকত আলী খানের (৯০) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতিতে শনিবার বিকেলে মির্জা ফখরুল বলেন, ‘পিতার ন্যায় মানব সেবায় বিজয়া শওকত আলী খান যে অবদান রেখেছেন তা দেশবাসী চিরকাল গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থেকে সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন। একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে তিনি দেশবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে অমর হয়ে থাকবেন।’

মির্জা ফখরুল মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

দলের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বার্তায় এ সব কথা বলেন তিনি।

(দ্য রিপোর্ট/টিএস-এমইচ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর