thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রংপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ২

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৯:৩৯:২৩
রংপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ২

রংপুর সংবাদদাতা : রংপুর মহানগরীর পার্ক মোড় এলাকা থেকে শনিবার সকালে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজাবাহী ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

আটকদের নাম ইকবাল হোসেন ও রনি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী জানান, ট্রাকটি (পাবনা-ট ১১-০১৪৯) শনিবার সকালে লালমনিরহাট থেকে ঈশ্বরদী যাচ্ছিল। ট্রাকটি রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে আসলে পুলিশের সন্দেহ হয়। এ সময় টহলরত পুলিশের একটি দল তল্লাশি চালিয়ে ট্রাকটি থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/আরইআর/এসকে/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর