thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ব্রি. হাসানের মৃত্যুর জন্য এরশাদকে দায়ী করলেন কাজী জাফর

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ২০:১২:০৮
ব্রি. হাসানের মৃত্যুর জন্য এরশাদকে দায়ী করলেন কাজী জাফর

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ দাবি করেছেন, ‘জাতীয় পার্টির সঙ্গে এরশাদের নীতিহীন বিশ্বাসঘাতকতায় ব্রিগেডিয়ার কাজী মাহমুদ হাসান এত বেশি কষ্ট পেয়েছিলেন যে একজন নিরোগ মানুষ অসুস্থ হয়ে আকস্মিকভাবে মৃত্যুমুখে পতিত হন।’

শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টির গুলশানের কার্যালয়ে ব্রি. জে. (অব.) কাজী মাহমুদ হাসানের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির ভাষণে তিনি এ দাবি করেন।

কাজী জাফর আহমদ বলেন, ‘দেশের ক্রান্তিকালে ব্রি. জে. (অব.) কাজী মাহমুদ হাসানের মত দেশপ্রেমিক রাজনৈতিক নেতার প্রয়োজন ছিল। তার এই অকাল মৃত্যু দেশের ভণ্ড রাজনীতির বিপরীতে একজন জাতীয়তাবাদী নেতাকে হারিয়েছে।’

তিনি বলেন, ‘৯০ সালে এরশাদের জীবন রক্ষায় তিনি বিরাট অবদান রেখেছিলেন। অথচ সর্বশেষ দেশবাসী ও জাতীয় পার্টির সঙ্গে এরশাদের ডিগবাজির প্রতিবাদে বিশেষ কাউন্সিলে আমাদের নতুন অভিযাত্রার তিনি অনন্য অবদান রেখেছিলেন।’

সভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, আহসান হাবীব লিংকন, অ্যাডভোকেট মজিবুর রহমান, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন, খালেকুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র নাসের উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান ড. মো. নুরুল আজহার (শামীম), যুগ্ম-মহাসচিব খন্দকার নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী মো. নজরুল, মো. মহসিন মিয়া, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক রওশন আলম, মফিজুর রহমান লিটন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর