thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

পল্লবীতে আহত কাপড় ব্যবসায়ীর মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ২০:২২:৪৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পল্লবী এলাকায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত একই এলাকার কাপড় ব্যবসায়ী নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টায় তার মৃত্যু হয়।

নিহতের বাবার নাম মৃত আব্বাস মিয়া। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর থানার আইলিয়া পাড়া গ্রামে। তিনি পল্লবী এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। বসবাস করতেন পাড়ার ৯ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে।

পল্লবী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া উজ্জামান জানান, নজরুলের ওপর হামলার পরপরই অভিযোগের ভিত্তিতে মাদক ব্যবসায়ী হেনাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়। কিন্তু পরে হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে যায় হেনা।

হেনাকে শনিবার সকালে কয়েক বোতল ফেনসিডিলসহ আবারও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দাযের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি জিয়া।

নিহত নজরুলের ছোট ভাই বাবুল মিয়া জানান, জানুয়ারি মাসের ১৯ তারিখে রাত ১১টার দিকে স্থানীয় মাদক ব্যবসায়ী হেনা ও তার সাঙ্গোপাঙ্গরা পল্লবীর কালাপানি স্কুল ক্যাম্পের সামনে নজরুল ও হাফিজুল ইসলাম নামে এক গাড়িচালকের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নজরুল ও হাফিজুল দুজনই গুরুতর আহত হন। আহত নজরুলকে সেদিন রাতেই ঢামেকে ভর্তি করা হয়। আহত গাড়িচালক হাফিজুল পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাপড় ব্যাবসায়ী নজরুল ইসলামের নেতৃত্বে এলাকায় হেনার মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদের বিষয়কে কেন্দ্র করে বিরোধের জের ধরেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বাবুল।

(দ্য রিপোর্ট/এসআর/এমএটি/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর