thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

মাদারীপুরে চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে মানববন্ধন

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ২০:৩১:৪৭
মাদারীপুরে চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে মানববন্ধন

মাদারীপুর সংবাদদাতা : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে জেলার শিবচরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে শনিবার সকালে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ছাত্ররা বলেন, ২০১১ সালের ২৬ ডিসেম্বর সরকার চাকরি থেকে অবসর নেওয়ার বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছর করা হয়েছে। এতে আগামী তিন বছর যে সব পদ খালি হওয়ার কথা ছিল তা হবে না। এর ফলে লাখ লাখ বেকার যুবক বয়সসীমা হারিয়ে সরকারি চাকরি থেকে বঞ্চিত হবে।

এ সময় সাধারণ ছাত্র পরিষদের মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনের শিক্ষক বাবু সুধীর রায়, রিজিয়া বেগম মহিলা কলেজের অধ্যক্ষ বাবুল আশরাফসহ সুশীল সমাজের নেতারা।

(দ্য রিপোর্ট/এসএইচ/ইইউ/এসকে/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর