thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

নাগরিক ঐক্যের ওয়েবসাইট উদ্বোধন

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৯:৫৯:৪৪
নাগরিক ঐক্যের ওয়েবসাইট উদ্বোধন

দ্য রিপোর্ট প্রতিবেদক : উদ্বোধন করা হল ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের ওয়েবসাইট।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে ওয়েবসাইটির উদ্বোধন করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শুভেচ্ছা বক্তব্য দেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সুজন সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া ও নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এস এম আকরাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক আন্দোলন হিসেবে নাগরিক ঐক্যের জন্ম বেশি দিন না হলেও এর মধ্যেই তা দৃষ্টি আকর্ষণ করেছে। দেশের বিদ্যমান পরিস্থিতির পরিবর্তনে প্রচলিত রাজনীতির বিকল্পশক্তি গড়ে তোলার প্রচেষ্টায় জনমত সৃষ্টিতে ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির ভাষণে মাহমুদুর রহমান মান্না বলেন, ওয়েবসাইট আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে সাংস্কৃতিক-রাজনৈতিক-আদর্শিক লড়াইয়ের হাতিয়ার হিসেবে কাজ করবে। আমরা এর মাধ্যমেই ধাপে ধাপে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলে জনগণের মুক্তির লড়াইকে এগিয়ে নেব। আগ্রহী সবাই বিশেষ করে নাগরিক ঐক্যের সদস্যদের নিয়মিত ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং মতামত ব্যক্ত করে গণতান্ত্রিক শক্তির বিকাশকে ত্বরান্বিত করবেন আশা করি। ওয়েবসাইট : www.nagorikoikko.org

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর