thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

‘ধনিক শ্রেণীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চক্রান্ত প্রতিহত করুন’

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ২০:৪৯:২৪
‘ধনিক শ্রেণীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চক্রান্ত প্রতিহত করুন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : উপজেলা পরিষদকে ধনিক শ্রেণীর একচ্ছত্র নিয়ন্ত্রণে নেওয়ার জন্য নানা ধরনের প্রক্রিয়া চলছে বলে দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। তারা বলেছেন, ‘এই প্রক্রিয়ার অংশ হিসেবে আসন্ন উপজেলা নির্বাচনে সাধারণ মানুষ যাতে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে না পারে তার জন্য নানা আয়োজন চলছে।’

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি করেন।

সিপিবি-বাসদের এ দুই নেতা দাবি করেন, ‘প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে বিভিন্ন জায়গায় নানা অজুহাতে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। সব কাগজপত্রসহ মনোনয়নপত্র জমাদানের নামে প্রার্থীকে সংকটে ফেলা হচ্ছে। পিরোজপুর, সাভারসহ বিভিন্ন স্থানে সিপিবি সমর্থিত প্রার্থীদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেছে।’

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ‘সংসদ নির্বাচনের মত উপজেলা নির্বাচনেও খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। মনোনয়ন জামানত বৃদ্ধিতে সাধারণ ও স্বল্প আয়ের প্রার্থীরা নাকাল। ভোটার সিডি কেনা বাধ্যতামূলক করার নামে নির্বাচনের শুরুতে প্রার্থীকে হাজার হাজার টাকা খরচে বাধ্য করা হচ্ছে।’

বিবৃতিতে নেতৃবৃন্দ আসন্ন উপজেলা নির্বাচনে সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থীসহ আওয়ামী লীগ ও বিএনপি বলয়ের বাইরে ‘উপজেলা পরিষদের ক্ষমতায়নের’ পক্ষে দৃঢ়, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, সৎ, আদর্শবান, নিষ্ঠাবান, জনদরদী, প্রগতিশীল প্রার্থীদের জয়যুক্ত করার জন্য নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর