thereport24.com
ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১,  ৪ রবিউল আউয়াল 1446

মেক্সিকোয় বন্দুকযুদ্ধে ১৩ জন নিহত

২০১৩ নভেম্বর ০৪ ১৭:৩৫:৫৭
মেক্সিকোয় বন্দুকযুদ্ধে ১৩ জন নিহত

দিরিপোর্ট২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর মাটামোরস শহরে রবিবার বন্দুকযুদ্ধে ১৩ জন নিহত হয়েছেন। সম্প্রতি মাদক ব্যবসায়ীদের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। খবর রয়টার্সের।

ব্রন্সভাইল ও টেক্সাসের উল্টোপাশের একটি শহরে তিনটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে দুটি ঘটেছে বন্দুকধারীদের সঙ্গে মেক্সিকোর সশস্ত্র বাহিনীর।

তামাউলিপাস প্রদেশের সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মেক্সিকোর নৌবাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে আটজন নিহত হয়েছেন। এর আগে, অপর এক ঘটনায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে একজন মহিলাসহ পাঁচজন নিহত হন। তবে নিহতদের মধ্যে কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রে চোরাচালানের জন্য তামাউলিপাস প্রদেশ বিখ্যাত। এর নিয়ন্ত্রণ নিতে গত কয়েক বছর ধরে মাদক ব্যবসায়ীরা গণহত্যা, বন্দুকযুদ্ধ এবং অপহরণের মতো কার‌্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি মেক্সিকোর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে নিয়ন্ত্রণহীন প্রদেশ হিসেবে বিখ্যাত।

প্রেসিডেন্ট এনরিক পেনা গত বছর ডিসেম্বরে ক্ষমতা গ্রহণ করে এ ধরনের সহিংসতা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশটিতে ২০০৭ সাল থেকে এ ধরনের সহিংসতায় প্রায় আশি হাজার মানুষ নিহত হয়।

(দিরিপোর্ট২৪/আদসি/এমএআর/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর