thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

ব্রি’র পাঁচ দিনব্যাপী কর্মশালা শুরু রবিবার

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ২২:১৯:৪৭
ব্রি’র পাঁচ দিনব্যাপী কর্মশালা শুরু রবিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি’র পাঁচ দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০১২-১৩’ রবিবার থেকে শুরু হচ্ছে।

ব্রি মিলনায়তনে সকাল ১১টায় কর্মশালার উদ্বোধনী সভায় প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য ম. জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. ম. কামাল উদ্দিন (অতিরিক্ত দায়িত্ব) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ম. আবু হানিফ মিয়া।

স্বাগত ভাষণ দেবেন ব্রি’র মহাপরিচালক (চলতি দায়িত্ব) ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। ব্রি’র প্রশাসন ও সাধারণ পরিচর্যা পরিচালক (চলতি দায়িত্ব) ড. ম. শাহজাহান কবীর ‘গবেষণা অগ্রগতি ২০১২-১৩’ উপস্থাপন করবেন। সভাপতিত্ব করবেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এস এম নাজমুল ইসলাম।

(দ্য রিপোর্ট/এমএম/জেএম/এএল/ফেব্রুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর