thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৩ খসড়া অনুমোদন

২০১৩ নভেম্বর ০৪ ১৭:৪১:২১
ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৩ খসড়া অনুমোদন

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ফরমালিনের অপব্যবহার রোধে ২ থেকে ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা প্রেস ব্রিফিংয়ে বলেন, `নতুন এ আইনের মাধ্যমে ফরমালিন উৎপাদন, আমদানি, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে।’

তিনি আরো বলেন, ‘ফরমালিন অতি প্রয়োজনীয় একটি কেমিকেল। কিন্তু এর অপব্যবহার এমন পর্যায়ে পৌঁছেছে যে এজন্য একটি আলাদা আইন প্রণয়ন অতি জরুরি। প্রস্তাবিত আইনে ফরমালিনের নানা অপব্যবহারের জন্য ২ বছর থেকে ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আইনটি আরও পর্যালোচনা করে এবং এটি নিরাপদ খাদ্য আইনের সঙ্গে সাংঘর্ষিক কিনা তা খতিয়ে দেখতে বলেছে মন্ত্রিসভা।’

খাদ্যদ্রব্যে ফরমালিন মেশানোর শাস্তির বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘এ বিষয়ে এই খসড়া আইনে কিছু লেখা নেই। এটি ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ এর বিষয়।’

মন্ত্রিসভা সফররত নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে অসামান্য জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচসহ, বোর্ডের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছে।

মোশাররাফ হোসাইন বলেন, ‘অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা বলেছে, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এ বিজয় বাংলাদেশের ক্রিকেট দলকে আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে। এ বিজয় সরকারের সাফল্যেরও পরিচায়ক বলে মনে করে মন্ত্রিসভা।’

(দিরিপোর্ট২৪/আরএমএম/এনডিএস/এমএআর/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর