thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

পূর্ব লিবিয়ায় নিজস্ব সরকারের ঘোষণা

২০১৩ নভেম্বর ০৪ ১৭:৪৬:১৫
পূর্ব লিবিয়ায় নিজস্ব সরকারের ঘোষণা

দিরিপোর্ট২৪ ডেস্ক : পূর্ব লিবিয়ায় স্বায়ত্তশাসিত আঞ্চলিক সরকারের ঘোষণা দিয়েছে প্রাদেশিক নেতারা। খবর আলজাজিরার।

কেন্দ্রীয় প্রশাসন সকলকে নিয়ে একত্রে সরকার চালাতে ব্যর্থ হওয়ায় এ ঘোষণা দেওয়া হলো বলে জানিয়েছেন পূর্ব প্রদেশের নেতারা।

দেশটিতে ২০১১ সালে প্রেসিডেন্ট মুয়াম্মার আল গাদ্দাফির পতনের পর বিদ্রোহীরা শাসন ক্ষমতা নেয়।

স্বায়ত্তশাসনের পক্ষের নেতারা রবিবার পূর্ব লিবিয়ার ছোট শহর আজদাবিয়াতে মিলিত হন। সেখানে তারা বারকা অথবা সাইরেনাইসা নামে নতুন সরকারের নামকরণ করার প্রস্তাব দেন।

দেশটির উপ-যুক্তরাষ্ট্রপন্থি একটি টেলিভিশনের খবরে দেখানো হয়েছে, সাইরেনাইসার পতাকাসহ ২০ জনেরও বেশি নেতা শপথ নিচ্ছেন।

আঞ্চলিক নেতা ইব্রাহিম জথরানের আহ্বানে সকলে এক হন। ইব্রাহিম লিবিয়ার পেট্রোলিয়াম নিরাপত্তা ফোর্সের প্রধান ছিলেন। তিনি এ অঞ্চলে গাদ্দাফির বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দেন।

ইব্রাহিম স্ব-ঘোষিত প্রধানমন্ত্রী আবদ-রাব্বো আল-বারাশির ডেপুটি হিসেবে কাজ করবেন।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর