thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পোড়াহাটিতে ককটেল রামদাসহ গ্রেফতার ১

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ০৫:১৯:২৯
পোড়াহাটিতে ককটেল রামদাসহ গ্রেফতার ১

ঝিনাইদহ সংবাদদাতা : জেলার সদর উপজেলার পোড়াহাটি গ্রাম থেকে মিঠু বিশ্বাস (৩৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারটি ককটেল, দুটি রামদা ও তিনটি হাঁসুয়া উদ্ধার করা হয়।

মিঠু ওই গ্রামের সমসের আলী বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় একটি মামলা রয়েছে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার পোড়াহাটি গ্রামে অভিযান চালিয়ে মিঠুকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তার ঘরে তল্লাশি করে চারটি ককটেল, পাঁচটি রামদা ও তিনটি হাঁসুয়া পাওয়া যায়।

(দ্য রিপোর্ট/আরএইচ/এমএইচও/এমএআর/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর