thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ০৮:৩২:৫৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের বাসভবনের সামনে শনিবার রাতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ককটেল বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল ছুড়ে মারলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।

সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। তবে বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ভিসির বাসভবনের বাউন্ডারির মধ্যে ককটেলটি বিস্ফোরিত হয়। এ সময় ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার তার বাসভবনে বসে দাফতরিক কার্যক্রম চালাচ্ছিলেন।

এ বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

(দ্য রিপোর্ট/এফএপি/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর