thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

হরতালে ব্রোকারেজ হাউজে উপস্থিতি কম

২০১৩ নভেম্বর ০৪ ১৭:৫১:০১
হরতালে ব্রোকারেজ হাউজে উপস্থিতি কম

দিরিপোর্ট২৪ প্রতিবেদক: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালে প্রথম দিন সোমবার মতিঝিলের বিভিন্ন ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি কম ছিল।

হরতালের সহিংসতার কারণে হাউজগুলোতে বিনিয়োগকারীরা স্বশরীরে উপস্থিত না হয়ে মুঠোফোনের মাধ্যমে লেনদেন পরিচালনা করছেন। একাধিক ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা এ তথ্য জানান।

এদিন এআরসি সিকিউরিটিজ, ট্রাস্টি সিকিউরিটিজ, আজম সিকিউরিটিজ, আইডিএলসি সিকিউরিটিজ, র‌্যাপিড সিকিউরিটিজসহ বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম ছিল।

এআরসি সিকিউরিটিজের প্রতিনিধি জামিল হোসেন দিরিপোর্ট২৪কে বলেন, ‘যে কোনো হরতালেই হাউজে বিনিয়োগকারীদের উপস্থিত কম থাকে। হরতালের সহিংসতার ভয়ে হাউসগুলোতে বিনিয়োগকারীরা স্বশরীরে উপস্থিত থাকেন না। তারা ফোন করেই লেনদেন পরিচালনা করেন।’

(দিরিপোর্ট২৪/এনটি/এআইএম/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর