thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ০৮:৪০:৫১
বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার

বেনাপোল (যশোর) সংবাদদাতা : বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১০টি ভারতীয় এয়ার রাইফেল ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার ভোরে অভিযান চালিয়ে এ সব অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে কোনো চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে অস্ত্র ও মাদকের একটি চালান সীমান্ত পার হয়ে যশোরে পাচারের উদ্দেশে পুটখালী সীমান্তের উত্তর বারপোতায় আনা হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদারের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় কয়েকজন চোরাচালানি মাথার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পাঁচটি ভারতীয় এয়ার রাইফেল, পাঁচটি এয়ারগান ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরে সেগুলো কাস্টমস গুদামে জমা দেওয়া হয়। এ বিষয়ে মামলা করা হবে বলে বিজিবি জানায়।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর