thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

দুই অঙ্গ প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ ডেল্টা লাইফের

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১১:২৬:০০
দুই অঙ্গ প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ ডেল্টা লাইফের

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুটি নিজস্ব অঙ্গ প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নিয়েছে বীমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর একটির নাম নির্ধারণ করা হয়েছে ডিএলআইসি এসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এবং অপরটির নাম ডিএলআইসি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএলআইসি এসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ১০ কোটি টাকা।

এ ছাড়া ডিএলআইসি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা।

এ বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/শাহ/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর