thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১২:০৩:০০
পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুলিশ হেফাজতে থাকাকালীন জনি (২৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। জনি পল্লবীর ইরানি ক্যাম্প এলাকায় থাকতেন।

পল্লবী থানার উপ-পরিদর্শক(এসআই) আবু সাইদ জানান, ‘রবিবার সকাল সাড়ে ৭টায় পল্লবী থানা হেফাজতে জনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় আমি তাকে প্রথমে ন্যাশনাল হার্ট ফউন্ডেশনে নিয়ে যাই। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান বলেন, ‘শনিবার রাত আড়াইটার সময় পল্লবী থানার রহমত ক্যাম্প ও ইরানি ক্যাম্পের ভেতরে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে।’

তিনি আরও বলেন, ‘সংঘর্ষ বিরাট আকার ধারণ করত পারে, তাই আমরা সেখান থেকে পাঁচজনকে আটক করি।’

ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক আবদুস সালাম জানান, তারা জনিকে মৃত অবস্থায় পেয়েছেন। পোস্টমর্টেমের পর মৃত্যুর কারণ জানা যাবে।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর