thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘ফ্যাসিস্ট সরকার লক্ষ্মীপুরকে আতঙ্কের জনপদে পরিণত করেছে’

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১২:৫১:০৪
‘ফ্যাসিস্ট সরকার লক্ষ্মীপুরকে আতঙ্কের জনপদে পরিণত করেছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় এসে লক্ষ্মীপুর জেলাকে সন্ত্রাস ও আতঙ্কের জনপদে পরিণত করেছে।

রবিবার জাতীয় প্রেস ক্লাবে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুককে গ্রেফতারের পর এখন পর্যন্ত কোনো হদিস না মেলায় এবং অব্যাহত খুন, গুম, হামলা-মামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘লক্ষ্মীপুরবাসী আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে। বিরোধী দলের অনেককে হত্যা করা হয়েছে। প্রতিদিন গুম করা হচ্ছে। বহু নেতাকর্মী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন। সরকারের হাত আজ রক্তে রঞ্জিত।’

অবিলম্বে লক্ষ্মীপুর জেলা বিএনপি এই রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকারের এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, নাজিমউদ্দিন আহমেদ, মাঈনুদ্দিন চৌধুরী রিয়াজ, মনির আহমেদ ও বেলাল হোসেন।

(দ্য রিপোর্ট/টিএস/এমসি/এজেড/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর