thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঝিনাইদহে পলাতক আসামি গ্রেফতার

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৩:০৫:৪৬
ঝিনাইদহে পলাতক আসামি গ্রেফতার

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রাম থেকে রবিবার সকালে শরফরাজ (৩৮) নামের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

চেক জালিয়াতির মামলায় আদালত তাকে এক বছরের সাজা ও ৬ লাখ টাকা জরিমানা করেছিল।

ঝিনাইদহের মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ আজ (রবিবার) সকালে উপজেলার মান্দারবাড়িয়া গ্রাম থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শরফরাজ খানকে গ্রেফতার করে। সে একই গ্রামের দীন আলীর ছেলে। পুলিশ আরও জানায় যে, গত ২০১০ সালে চেক জালিয়াতির মামলায় ঝিনাইদহ আদালতের বিশেষ ট্রাইব্যনালের বিচারক তাকে এক বছরের বিনাশ্রম সাজা ও ৬ লাখ টাকা জরিমানা করেন।

(দ্য রিপোর্ট/আরএইচ/এমসি/এজেড/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর