thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

লালবাগে ব্যবসায়ীর টাকা ছিনতাই

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৩:১০:২৯
লালবাগে ব্যবসায়ীর টাকা ছিনতাই

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় ফরিদ মিয়া (৪০) নামে এক ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সদরঘাট এলাকায় রবিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ফরিদ মিয়া জানান, তিনি লালবাগের ইসলামবাগ এলাকায় বসবাস করেন। ওই এলাকায় তার একটি ভাঙ্গাড়ির দোকান রয়েছে। ভোরে এক ব্যবসায়ীকে টাকা দেওয়ার জন্য তিনি বাসা থেকে সদরঘাট এলাকায় যাচ্ছিলেন। এ সময় ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে তার আত্মীয় রফিকুল ইসলাম তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান। এ ব্যাপারে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা আমার জানা নেই।’

(দ্য রিপোর্ট/এনইউডি/এফএস/এমসি/এজেড/এনআই/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর