thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

‘পদ্মা সেতুর কার্যাদেশ প্রদানকালে রিজার্ভ থেকে অর্থ নেওয়া হবে’

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৩:১৮:২০
‘পদ্মা সেতুর কার্যাদেশ প্রদানকালে রিজার্ভ থেকে অর্থ নেওয়া হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : পদ্মা সেতুর কার্যাদেশ প্রদানকালে রিজার্ভ থেকে অর্থ নেওয়ার প্রয়োজন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রবিবার সচিবালয়ে ‘বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন’র (বিটিএমইএ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা জানান। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলামিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে বিটিএমইএ নেতারা কারখানার যন্ত্রপাতি আমদানির জন্য বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চাইলে মুহিত বলেন, ‘পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়ার সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বৈদেশিক মুদ্রা লাগবে। তাই সে সময় কেন্দ্রীয় ব্যাংক ব্যবসায়ীদের সহযোগিতা করতে পারবে না।’

এ ছাড়া কথা প্রসঙ্গে ‘চট্টগ্রামের শিল্প কারখানার গ্যাস সমস্যার সমাধানে সময় লাগবে’ বলেও জানান তিনি।

অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বিটিএমএ নেতারা ক্ষতিগ্রস্ত স্পিনিং মিলের জন্য সরকার কর্তৃক প্রদত্ত ৫ শতাংশ বিশেষ নগদ সহায়তা প্রাপ্তিতে সৃষ্ট সমস্যা দূরীকরণ এবং স্থানীয় এলসি ও ব্যাক টু ব্যাক এলসির ওপর থেকে উৎসে কর অব্যাহতি প্রদানের দাবি জানান।

নগদ সহায়তা প্রাপ্তিতে সৃষ্ট সমস্যার বিষয়ে বিটিএমএ নেতারা বলেন, উচ্চমূল্যে তুলা ক্রয়ের কারণে ক্ষতিগ্রস্ত স্পিনিং মিলের জন্য গত ২০১১ সালের ২০ সেপ্টেম্বর সরকার কর্তৃক এককালীন ৫ শতাংশ বিশেষ নগদ সহায়তা ঘোষণা করা হয়। কিন্তু এ নগদ সহায়তা লাভে এফ-ই সার্কুলারের ৭ ধারা মোতাবেক ‘এক্সপোর্ট পারফরম্যান্স (ইএক্সপি) ফরম, বিল-অব-এক্সপোর্ট/শিপিং বিলের কপি পেশ করা স্পিনিং মিল মালিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ স্পিনিং মিলগুলো সরাসরি রফতানিমুখী তৈরি পোশাকশিল্পের সঙ্গে জড়িত নয়। রফতানিমুখী ফেব্রিক্স/তৈরি পোশাকশিল্পের মাধ্যমে পরোক্ষভাবে রফতানির সঙ্গে জড়িত।

স্থানীয় এলসির ওপর থেকে উৎসে কর অব্যাহতি প্রদানের দাবির প্রসঙ্গে বিটিএমএ নেতারা বলেন, লোকাল এলসির মাধ্যমে ক্রয়কৃত তুলার মূল্য পরিশোধের সময় উৎসে কর কর্তন টেক্সটাইল পণ্যের সামগ্রিক রফতানির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এটি তুলার মূল্য বাড়িয়ে দিচ্ছে এবং এর ফলে সুতার মূল্যও বেড়ে যাচ্ছে। একই সঙ্গে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে রফতানিপণ্য তৈরির সঙ্গে জড়িত আনুষঙ্গিক পণ্যসমূহ ক্রয়ের ক্ষেত্রেও উৎসে কর অব্যাহতি প্রদানের অনুরোধ জানান তারা।

(দ্য রিপোর্ট /এসআর/এমডি/এজেড/এনআই/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর