thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সম্মেলনের তারিখ নিয়ে নগর আওয়ামী লীগে হট্টগোল

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৩:২৯:৩৬
সম্মেলনের তারিখ নিয়ে নগর আওয়ামী লীগে হট্টগোল

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রায় এক যুগ পর ঢাকা মহানগর আওয়ামী লীগের থানা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের তারিখ নির্ধারণ নিয়ে রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বর্ধিত সভা করে নগর আওয়ামী লীগ। এ সময় সম্মেলনের তারিখ নির্ধারণ নিয়ে হট্টগোল হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘যারা সম্মেলনের তারিখ নির্ধারণ করতে পারবে না, তাদের মহানগরের পক্ষ থেকে তারিখ ঠিক করে দেওয়া হবে।’

এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মকবুল হোসেন পল্লবী থানা আওয়ামী লীগের তারিখ ঘোষণা করতে গেলে এ নিয়ে হট্টগোল তৈরি হয়। স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হুটহাট করে সম্মেলন দেওয়া যাবে না।’ এ সময় তিনি প্রশ্ন তোলেন ‘আপনি তারিখ নির্ধারণের কে?’

এমন বক্তব্যকে কেন্দ্র করে পল্লবী থানা আওয়ামী লীগ হট্টগোল করলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘মহানগর আওয়ামী লীগে কোনো গ্রুপিং চলবে না। নেতা হওয়ার আগে বিবেচনা করবেন তার যোগ্যতা আছে কিনা।’ তিনি হট্টগোলকারীদের শান্ত হতে বলেন।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘মহানগর আওয়ামী লীগকে ঢেলে সাজাতে হবে। এ জন্য ২৮ তারিখের মধ্যেই কমিটি গঠন করতে হবে।’

এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন থানার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে ১১ ফেব্রুয়ারি পল্লবী-রূপনগর, ১৫ ফেব্রুয়ারি কাফরুল, ১৭ ফেব্রুয়ারি রমনা। এ ছাড়াও শাজাহানপুর থানা ও ৭২, ৭৩, ৭৪ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি। ডেমরা থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি এবং ২৪ ফেব্রুয়ারি কোতোয়ালি, ২৫ ফেব্রুয়ারি মোহাম্মদপুর, ২৮ ফেব্রুয়ারি মিরপুর থানা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

(দ্য রিপোর্ট/এইউএ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর