thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ভোলায় ৫ ট্রলারসহ সাত জেলে অপহরণ

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৩:৫১:৫৬

ভোলা সংবাদদাতা : ভোলার চরফ্যাশন উপজেলার শিবচরসংলগ্ন সাগর মোহনা থেকে মাছ, জাল ও পাঁচটি ট্রলারসহ সাত জেলেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদের হাতে ১০ জেলে আহত হয়েছেন। রবিবার ভোর ৪টায় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন- নূরু (৩৬), হাসান (৪৫), মিরন (৪৩), হারুন (৩৮), মাজেদ (৫৫), সিরাজ (৩৩) ও নাদিম (৬০)।

জেলেরা জানান, শনিবার রাতে নাদিম মাঝির নেতৃত্বে জেলেদের একটি দল সাগর মোহনায় মাছ ধরতে যায়। রবিবার ভোরের দিকে শিবচরসংলগ্ন সাগর মোহনায় এলে ২০-২৫ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র ও পিস্তলের মুখে জিম্মি করে তাদের মারধর করে। এ সময় জাল, মাছ, পাঁচটি ট্রলারসহ সাতমাঝিকে অপহরণ করে নিয়ে যায়।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক জানান, ডাকাতির ঘটনা শুনেছি। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/জেএস/ইইউ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর