thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘সারাদেশ কারাগার এবং শেখ হাসিনা জেল সুপার’

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৪:১৭:১৭
‘সারাদেশ কারাগার এবং শেখ হাসিনা জেল সুপার’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশ কারাগার এবং এ কারাগারের জেল সুপার শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে রবিবার দুপুরে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ ও আতঙ্কিত জনগণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘আমাদের আন্দোলনের গাড়ি যেভাবে চলছিল, এখনো ঠিক একইভাবে চলবে। মাঝখানে শুধু একটি কুকুর পড়েছিল। তাই গাড়িটি এখন একটু ধীর গতিতে চলছে। কিন্তু গাড়ির চালকের নিয়ন্ত্রণেই গাড়িটি রয়েছে।’

আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এমন আন্দোলন আগে কখনো হয়নি। আমি কখনো দেখিনি। আন্দোলন সবসময় রাজধানীতে হতে দেখেছি। কিন্তু এবার গ্রামে গ্রামে আন্দোলন পৌঁছে গেছে।’

নির্বাচনের নামে সরকার জনগণের সঙ্গে যে প্রতারণা করেছে তার ফল তারা পাবে বলে মন্তব্য করেন তিনি।

এ বছর ভোটকেন্দ্রে গরু, ছাগল ও কুকুর ছাড়া আর কিছু ছিল না। এরা এই হাস্যকর নির্বাচনের সাক্ষী বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হায়দার আহমদ খান এফ সি এ- এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, মঞ্জুর হোসেন ঈসা, আবু নাসের রহমতউল্লাহ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর