thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৫:২০:৪২
চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ১টি ভারতীয় পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, ভারত সীমান্তবর্তী সুলতানপুর বিওপির কমান্ডার নায়েক সুবেদার আবুল হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্য চোরাচালানবিরোধী অভিযান চালাতে দামুড়হুদা উপজেলার মদনা নদীর ঘাট এলাকায় যায়। সেখানে এক ব্যক্তিকে একটি কালো ব্যাগ নিয়ে আসতে দেখে তারা সেটা তল্লাশি করার উদ্দেশ্যে দাঁড়াতে বললে সে ব্যাগটি ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগে তল্লাশি চালিয়ে উল্লিখিত অস্ত্র, গুলি ও ফেনসিডিল পাওয়া যায়। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/এপি/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর