thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

দেশে কোনো ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৫:৪৪:৩৩
দেশে কোনো ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশে কোনো ক্রসফায়ার হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মুজিব সেনা ঐক্য লীগ আয়োজিত এক আলোচনা সভায় রবিবার দুপুরে তিনি এ দাবি করেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘আসামি ধরতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তারা পাল্টা হামলা চালালে দুই একটা অঘটন ঘটে যায়। এটাকে ক্রসফায়ার বলা যাবে না।’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের ধরার জন্য যখন অভিযান চালানো হয় তখন আসামিরা যৌথবাহিনীর ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা হামলা চালায়। এতে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড নয়।’

তিনি আরও বলেন, ‘সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযান চলাকালে ১৯ দলের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছে। এটাকে কেউ যদি গুম বলেন, তাহলে আমাদের বলার কিছু নেই।’

দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন বানচালের চেষ্টা করে বিরোধী জোট সফল হয়নি। যে সব সংখ্যালঘু ভোট দিয়েছে তাদের ওপর হামলা চালিয়ে বিরোধী জোটের নেতাকর্মীরা অপরাধ করেছে। আমরা চাইলে অ্যাকশন নিতে পারতাম কিন্তু তা করিনি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’

সংগঠনের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত মো. মমতাজ হোসেন, কৃষক লীগের সহ-সভাপতি মো. এম এ করিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আলতাফ হোসেন মাহমুদ।

(দ্য রিপোর্ট/এসআর/একে/এমডি/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর