thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

কারা নিয়মে ইউসুফের দাফনের ট্রাইব্যুনালের নির্দেশ

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৫:৩৯:৫২
কারা নিয়মে ইউসুফের দাফনের ট্রাইব্যুনালের নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : কারাবিধি অনুযায়ী যথাযথ নিয়মে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মাওলানা একেএম ইউসুফের দাফন সম্পন্ন করতে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বে ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ রবিবার এ আদেশ দেন।

আদেশে আদালত বলেন, ইউসুফের মৃত্যু কীভাবে হয়েছে তা ট্রাইব্যুনাল জানতে চায়। এ জন্য সঠিকভাবে বিস্তারিত মৃত্যুর যথাযথ কারণ জানানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে।

ময়নাতদন্ত ছাড়া তার লাশ স্বজনদের কাছে হস্তান্তরে আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আবেদনে বলা হয় যে, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে তাই তার ময়নাতদন্ত না করা হোক।

আদালতের এ আদেশের ফলে ইউসুফের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন, প্রসিকিউটির হায়দার আলী।

(দ্য রিপোর্ট/এসএ/এফএস/এমডি/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর