thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

শিগগিরই ভারত-বাংলাদেশ বৈঠক

২০১৩ নভেম্বর ০৪ ১৮:৩৪:১২
শিগগিরই ভারত-বাংলাদেশ বৈঠক

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ঋণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় শিগগিরই বাংলাদেশ-ভারত বৈঠক হচ্ছে। ২ ডিসেম্বর ঢাকায় এটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব (এশিয়া) আসিফ উজ জামান এ প্রসঙ্গে দিরিপোর্ট২৪ কে জানান, বৈঠকের সম্ভাব্য তারিখ ২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ভারতীয় প্রতিনিধিদলের সম্মতি পেলেই তারিখ চূড়ান্ত করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতীয় ঋণে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো নিয়ে তেমন কোন জটিলতা নেই। তবে মন্ত্রণালয় পর‌্যায়ে ছোট-খাটো কিছু সমস্যা রয়েছে। এগুলো পর‌্যালোচনা করা হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানায়, ভারতের সঙ্গে বৈঠকের পূর্বপ্রস্তুতি হিসেবে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। এনইসি সম্মেলন কক্ষে বৈঠকে সভাপতিত্ব করবেন ইআরডির সচিব আবুল কালাম। বৈঠকে ভারতীয় ঋণের প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন।

(দিরিপোর্ট২৪/জেজে/এনডিএস/নভেম্বর ০৪,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর