thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ড্রোন আক্রমণের খবর জানাবে অ্যাপ

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৬:০৩:৪২
ড্রোন আক্রমণের খবর জানাবে অ্যাপ

দ্য রিপোর্ট ডেস্ক : শেষ পর্যন্ত বিতর্কিত ড্রোন আক্রমণের খবর জানানোর অ্যাপের অনুমোদন দিল অ্যাপল। এর আগে আইওএসভিত্তিক অ্যাপটি পাঁচবার অ্যাপল স্টোর থেকে প্রত্যাখ্যাত হয়।

অ্যাপটির নাম দেওয়া হয়েছে মেটাডাটা+অ্যাপ। এটি বিশ্বের যেকোনো স্থানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ঐতিহাসিক ও তাৎক্ষণিক খবর জানাবে।

জোশ বিগলে নামের ডেটা আর্টিস্ট ও ওয়েব ডেভেলপার ২০১২ সালের জুলাই মাসে অ্যাপটি অ্যাপল স্টোরে রাখার জন্য আবেদন করেন। তখন অ্যাপটির নাম ছিল ড্রোনস+। কিন্তু এটি ব্যবহারযোগ্য ও যথেষ্ট বিনোদনদায়ক নয় বলে অ্যাপল তা বাতিল করে দেয়। তারা আরও বলে এটি বিশাল সংখ্যক গ্রাহককে আকর্ষণ করতে সক্ষম নয়। একই বছরের আগস্টে তিনি দ্বিতীয়বারের মত আবেদন করেন। আক্রমণের স্থান চিহিৃত করতে অ্যাপে গুগল ম্যাপ ব্যবহার করায় তখন বলা হয় অ্যাপটি গুগলকে ব্র্যান্ডিং করবে।

শেষ পর্যন্ত ৮ ফেব্রুয়ারি অ্যাপটি অ্যাপলের অনুমোদন পেল। এর মধ্যে পাল্টে গেছে নাম। নতুন এই অ্যাপের বর্ণনায় বলা হচ্ছে ‘জাতীয় নিরাপত্তার সর্বশেষ খবর’।

ধারণা করা হচ্ছে, সন্ত্রাসবাদী দলগুলো অচিরেই এই অ্যাপটির প্রতি আগ্রহী হয়ে উঠবে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর