thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

বিক্রয় ডটকমে সামস্যাং-এস ফোর জেতার সুযোগ

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৬:২৩:৪৮
বিক্রয় ডটকমে সামস্যাং-এস ফোর জেতার সুযোগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলমান ক্রিকেট মৌসুমে ক্রিকেটপ্রেমীদের উজ্জীবিত করতে ব্যক্তিগত যেকোনো ব্যবহৃত খেলার সামগ্রীর বিজ্ঞাপন পোস্টের মাধ্যমে ‘সামস্যাং-এস ফোর’ জেতার সুযোগ দিচ্ছে দেশের অনলাইন মার্কেট প্লেস ‘বিক্রয় ডটকম’।

বিক্রয় ডটকম-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় অংশ নিতে বিজ্ঞাপনদাতাদের ‘বিক্রয় ডটকম’-এর নিয়মানুযায়ী তাদের ’অবসর, ক্রীড়া ও শখ’ বিভাগে ছবিসহ একটি বৈধ বিজ্ঞাপন দিতে হবে। একই সঙ্গে তাদের ‘বিক্রয় ডটকমের’ ফেসবুক ফ্যানপেজে লাইক দিতে হবে। বিজ্ঞাপনটি অবশ্যই সঠিক শ্রেণীতে দিতে হবে এবং এটি হতে হবে একটি ব্যক্তিগত বিজ্ঞাপন। একদম নতুন বিজ্ঞাপন দিতে হবে এবং বিদ্যমান কোনো বিজ্ঞাপনের নকল বা অনুলিপি হলে সেটি প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।

প্রতিযোগিতায় অংশ নিতে ৬ মার্চ পর্যন্ত www.bikroy.comএ ঠিকানায় ফ্রি বিজ্ঞাপন পোস্ট করা যাবে। প্রতিসপ্তাহে বিজ্ঞাপন দাতাদের মধ্য থেকে একজনকে একটি করে ‘সামস্যাং-এস ফোর’ পুরস্কার দেওয়া হবে।

বিক্রয় ডটকমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন এ প্রসঙ্গে বলেন, ‘এখন ক্রিকেট খেলার মৌসুম। দেশেই সামনে অনেকগুলো ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে। আন্তর্জাতিক এই ম্যাচগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের ক্রিকেটপ্রেমীরাও ক্রিকেটের জোয়ারে ভাসছে। তারা প্রতিটি পাড়া-মহল্লায় ছোট ছোট ম্যাচের আয়োজন করছে। তাই ক্রিকেটপ্রেমীদের উজ্জীবিত করতে এবং তাদের উন্মাদনাকে বাড়িয়ে দিতে ‘বিক্রয় ডটকম’-এর এ আকর্ষণীয় অফার। এর মাধ্যমে পুরোনো ক্রিকেট ব্যাট থেকে শুরু করে যেকোনো খেলার সামগ্রী বিক্রি করে, বিজ্ঞাপনদাতারা জিতে নিতে পারবেন ‘স্যামসাং-এস ফোর’।’

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর