thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

প্রি-পেইড মিটারিংয়ের আওতায় আসছে ১০ হাজার গ্রাহক

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৬:৩৬:১৩
প্রি-পেইড মিটারিংয়ের আওতায় আসছে ১০ হাজার গ্রাহক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ১০ হাজার আবাসিক গ্রাহককে প্রাথমিকভাবে প্রি-পেইড মিটারিং সিস্টেমের আওতায় আনা হচ্ছে। এ জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন এনওসিএস আজিমপুর এলাকায় প্রি-পেইড মিটার স্থাপন করা হচ্ছে।

রাজধানীর বিদ্যুৎ ভবনে ডিপিডিসি ও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিডেটের মধ্যে রবিবার দুপুরে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ডিপিডিসির পক্ষে প্রকল্প পরিচালক এ এইচ এম মহিউদ্দিন ও বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ডিজিএম (পরিকল্পনা) মেজর এস এম পারভেজ সাত্তার চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তিতে বলা হয়েছে, প্রকল্পটি দুটি ফেজে সম্পন্ন করা হবে। প্রথম পর্যায়ে চলতি বছরের মে মাসের মধ্যে ৫ হাজার মিটার স্থাপনসহ প্রি-পেইড মিটারিং সিস্টেম চালু করা হবে। পরবর্তী চার মাসের মধ্যে দ্বিতীয় ফেজে বাকি ৫ হাজার মিটার স্থাপন করা হবে। পরবর্তী ৫ বছর প্রকল্প এলাকায় প্রি-পেইড মিটার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সেবা দেওয়া হবে।

ডিপিডিসির অর্থায়নে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৬৫৬ টাকা।

চুক্তির অনুষ্ঠানপর্বে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে ডিপিডিসির সকল গ্রাহক প্রি-পেইড মিটারের আওতায় আসবে।’ পাশাপাশি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকদেরও এ সময়ের মধ্যে প্রি-পেইড মিটারের আওতায় আনার কথা বলেন তিনি।

ভবিষ্যতে প্রি-পেইড কার্ডের মাধ্যমে গ্রাহক যাতে অনলাইনে বিল পরিশোধ করতে পারে সে বিষয়টি মাথায় রাখতে কর্মকর্তাদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘প্রি-পেইড কার্ডের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হবে। বিল রিডিং ও টেম্পারিংয়ে যে সমস্যা আছে তা দূর হবে।’

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম বিদ্যুৎ কোম্পানীর কর্মকর্তাদের ভালো হওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘আপনারা ভালো হয়ে গেলে কাস্টমাররা অটোমেটিক ভালো হয়ে যাবে।’

বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের চেয়ারম্যান ও সেনাসদরের কোয়ার্টার মাস্টার লে. জেনারেল আনোয়ার হোসেন বলেন, ‘আমরা নিজেদের বিদ্যুৎ বিভাগের সহযোগী প্রতিষ্ঠান বলেই মনে করছি। প্রি-পেইড মিটার স্থাপনের মাধ্যমে বিদ্যুতের অপচয় রোধ হবে। গ্রাহকরা হয়রানি থেকে বেঁচে যাবে। আমরা সকল শক্তি দিয়ে এ প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করব।’

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মনোয়ার ইসলাম বলেন, ‘প্রি-পেইড মিটার চালুর মাধ্যমে অভিযোগ কমে আসবে। গ্রাহকরা নিজেদের চাহিদা মোতাবেক বিদ্যুৎ ব্যবহার করতে পারবে।’

ডিপিডিসির চেয়ারম্যান তাপস কুমার রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জে. (অব.) মো. নজরুল হাসান ও বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জে. আসিফ আহমেদ আনসারী।

(দ্য রিপোর্ট/কেএ/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর