thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

নারী আসনে ৬ দলের জোট করেছে আ.লীগ

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৬:৫৯:৫৮
নারী আসনে ৬ দলের জোট করেছে আ.লীগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য ছয়টি দলের সমন্বয়ে জোট করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার রবিবার দুপুরে ইসিতে এ সংক্রান্ত চিঠি দেন।

নারী আসনের নির্বাচনের জন্য ছয় দলের ২৪৭ জনের তালিকা নিয়ে জোটের অবস্থান জানাতে নির্বাচন কমিশনে আসেন তিনি।

নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আওয়ামী লীগ এ তালিকা দিয়ে তাদের জোটের অবস্থান পরিষ্কার করেছে।

এ ব্যাপারে রিয়াজুল কবির কাওছার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন নারী আসনের তফসিল ঘোষণার আগে নির্বাচিত দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের তালিকা দিয়ে কারা কোন জোটে থাকবে বা দলের অন্তর্ভুক্ত হবে তা জানাতে বলেছে। তাই আমরা আমাদের জোটভুক্ত ছয় দলের তালিকা দিয়েছি।’

আওয়ামী লীগের জোটর্ভুক্ত দলগুলো হল- আওয়ামী লীগ (২৩১ জন), ওয়ার্কার্স পার্টি (৬), জাসদ (৫), জেপি (২) তরিকত ফেডারেশন (২) ও বিএনএফ (১ জন)। সব মিলিয়ে জোটর্ভুক্ত দলের সংসদ সদস্য ২৪৭। নির্বাচন কমিশন এ সংখ্যার ভিত্তিতে নারী আসন বণ্টন করে তফসিল ঘোষণা করবে।

ইতোমধ্যে কয়েকটি রাজনৈতিক দল তাদের দলীয় অবস্থান জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে। কমিশনের বেঁধে দেওয়া সময়ের শেষ দিন ছিল রবিবার।

(দ্য রিপোর্ট/এমএস/এনডিএস/এইচএসএম/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর