thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সংসদকে কার্যকর করতে সকলের সহযোগিতা চাইলেন স্পিকার

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৭:২৭:৫১
সংসদকে কার্যকর করতে সকলের সহযোগিতা চাইলেন স্পিকার

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে সকল সংসদ সদস্যের সহযোগিতা চেয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় তিনি নতুন সংসদ সদস্যদের সংবিধান এবং কার্যপ্রণালী বিধি চর্চা ও অনুসরণের আহ্বান জানান।

জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে রবিবার নতুন সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে সংবিধান নিয়ে স্পিকার, কার্যপ্রণালীর বিভিন্ন ধারা ও সংসদ সদস্যদের আচরণের বিষয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং সংসদ সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে চিফ হুইপ আ স ম ফিরোজ কথা বলেন। সংসদ সচিব আশরাফুল মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুইপ ইকবালুর রহিম, মোহাম্মদ শাহাব উদ্দিন ও শহীদুজ্জামান সরকার। অনুষ্ঠানে প্রথমবার নির্বাচিত ৫০ জন সংসদ সদস্য অংশ নেন।

উদ্বোধনী পর্বে স্পিকার সংসদ সদস্যদের নিয়মিত সংসদ অধিবেশনে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সংসদে প্রতি মুহূর্তে আলোচনার পরিবর্তন ঘটে। তাই প্রতিটি মুহূর্তই একজন সংসদ সদস্যের জন্য অমূল্য। এ সময় আপনাদের নিজ নিজ আসনে থাকতে হবে। সিটে থাকলে কথা বলার সুযোগ বেশি পাবেন।’

তিনি আরও বলেন, ‘প্রশ্নোত্তর চলার সময় অনেক সদস্য হাত তোলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেকেই প্রশ্ন করতে চান। সেই সময় সবাইকে আমি সুযোগ দিতে পারি না। কিন্তু পরে যখন সুযোগ থাকে তখন তাকে সিটে দেখতে পাই না।’

’৭২-এর সংবিধানকে দেশের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান উল্লেখ করে স্পিকার বলেন, ‘সংবিধানের সকল বিষয়ে স্পষ্ট ধারণা থাকা উচিৎ। আপনারা সে বিষয়ে সতর্ক থাকবেন বলে আশা করি।’

নতুন সদস্যদের সংসদ গ্রন্থাগার ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘লাইব্রেরিতে পুরনো প্রসিডিংস আছে। সেগুলো আপনারা দেখতে পারেন।’ একই সঙ্গে স্থপতি লুই আই কানের অনন্য ডিজাইনের এই সংসদ ভবন ঘুরে দেখার জন্য সকল সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এসকে/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর