thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এসএসসি পরীক্ষা

নকল সরবরাহের অভিযোগে কেন্দ্রসচিবসহ ৭ শিক্ষকের দণ্ড

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৮:০৫:০২ ২০১৪ ফেব্রুয়ারি ০৯ ০৮:২৫:০০
নকল সরবরাহের অভিযোগে কেন্দ্রসচিবসহ ৭ শিক্ষকের দণ্ড

খুলনা ব্যুরো : খুলনায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে ছাত্রদের নকল সরবরাহের অভিযোগে এক কেন্দ্রসচিবসহ সাত শিক্ষককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষার প্রথম দিন রবিবার তাদের এ সাজা দেওয়া হল।

অভিযুক্তদের রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেয়।

জেলার পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কবীর উদ্দীন সাত শিক্ষক ও এক কর্মচারীকে সর্বোচ্চ দুই বছরসহ বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- কেন্দ্রসচিব ও হাবিবনগর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব্ মাওলানা সাইফুল্লাহ, কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক রাড়ালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিন উদ্দীন, চাঁদখালী সুলতানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী সুপার রেজাউল করিম, হাবিবনগর সিনিয়র মাদ্রাসার পিয়ন আব্দুর রাজ্জাক প্রত্যেককে পাঁচদিন করে এবং চাঁদখালী সুলতানিয়া দাখিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক আব্দুল করিম, হাবিবনগর সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসন, রাড়ালী সিনিয়র মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক জাহিদ আলী, হাবিবনগর সিনিয়র মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক অহিদুজ্জামান প্রত্যককে দুই বছর ও ৫ হাজার টাকা করে জরিমানা। অনাদায়ে আরও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নৈশ প্রহরী আকবর আলীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

এদিকে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ মাদ্রাসাগুলোর কেন্দ্র বাতিল করে উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করেছে। এ বিষয়ে ১১টি মাদ্রাসার ২১৬ জন পরীক্ষার্থীসহ সকলকে যথাযথ নিয়মে জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কবীর উদ্দিন হাবিবনগর সিনিয়র মাদ্রাসায় পরিদর্শনে গিয়ে ছাত্রদের নকল সরবরাহের সময় ওই শিক্ষকদের হাতে-নাতে ধরে ফেলেন।

(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর