thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘যুদ্ধাপরাধীদের বিচার কবে শেষ হবে বলা সম্ভব নয়’

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৮:০৯:৩৭
‘যুদ্ধাপরাধীদের বিচার কবে শেষ হবে বলা সম্ভব নয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন ‘যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচার কবে নাগাদ শেষ হবে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এটি একটি চলমান প্রক্রিয়া।’

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রবিবার নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওসারেসাত হোসেনে বেলালের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী এ কথা জানান।

আইনমন্ত্রী জানান, এ পর্যন্ত ১০ জন আসামির বিচারকার্য সম্পন্ন হয়েছে। এর মধ্যে একজন অপরাধীর (আব্দুল কাদের মোল্লা) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বাকি ছয়জন দণ্ডিত অপরাধীর রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলমান রয়েছে। অন্য তিন আসামি পলাতক থাকায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ থেকে কোনো আপিল করা হয়নি।

আইনমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার জন্য ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৯৭৩’র সংশোধন করা হয়। ট্রাইব্যুনাল আইন-২১‘র উপধারা-৪ অনুযায়ী ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রয়েছে।’

স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, যৌতুক নিরোধ আইনের অধীনে সারাদেশে ৪৬ হাজার ৭৫৪টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/একে/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর