thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

হামলা সত্ত্বেও ত্রাণ কর্মসূচি অব্যাহত রাখবে জাতিসংঘ

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৮:৪৫:৩৮
হামলা সত্ত্বেও ত্রাণ কর্মসূচি অব্যাহত রাখবে জাতিসংঘ

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার হোমস শহরে জাতিসংঘের ত্রাণবাহী গাড়ি বহরে হামলার পরও শহরটিতে ত্রাণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। খবর বিবিসির।

জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধান ভ্যালেরি আমোস বলেছেন, ‘সিরিয়ার অবরুদ্ধ শহর হোমসে জাতিসংঘের ত্রাণ সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।’

আমোস বলেন, ‘এ ঘটনায় হোমস শহরের পুরনো অংশে আটকে পড়া বেসামরিক নাগরিকদের ত্রাণ সহায়তা প্রদানে তিন দিনের যুদ্ধবিরতির সমঝোতাটি লঙ্ঘিত হয়েছে।’ এতে তিনি খুবই দুঃখিত হয়েছেন বলেও জানান।

তিনি বলেন, ‘এ থেকেই বোঝা যায়, সিরিয়ার বেসামরিক নাগরিক ও ত্রাণকর্মীরা প্রতিদিন কী ভয়াবহ বিপদের মুখোমুখি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সিরিয়ার লোকজনকে সহায়তা করতে জাতিসংঘ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।’ তবে এক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ত্রাণ বিতরণ কর্মসূচির জন্য সরকার-বিরোধীপক্ষের ঘোষিত যুদ্ধবিরতির দ্বিতীয় দিন শনিবারে ত্রাণ বিতরণ শেষে হোমস থেকে ফেরার পথে জাতিসংঘের এক গাড়ি বহরের ওপর মর্টার নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

দেশটির ক্ষমতাসীন আসাদ সরকার এ হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছেন। অন্যদিকে বিদ্রোহীদের দাবি আসাদবাহিনীই এ হামলা চালিয়েছে।

(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর