thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘আলোচনার মাধ্যমে নির্বাচনের পদ্ধতি বের করতে হবে’

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৯:০৯:০৪
‘আলোচনার মাধ্যমে নির্বাচনের পদ্ধতি বের করতে হবে’

ময়মনসিংহ সংবাদদাতা : বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সংসদের ভেতরে বা বাইরে বড় দলগুলোসহ সবাইকে নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে আগামী নির্বাচনের গ্রহণযোগ্য পদ্ধতি বের করতে হবে। রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুধু বিরোধিতার স্বার্থে বিরোধিতা করলে চলবে না। দেশের জন্য কল্যাণময় চিন্তা করতে হবে।

রওশন এরশাদ বলেন, আমরা জানি না বর্তমান সরকার কতদিন থাকবে। তবে জনগণই সেটা বলে দেবে।

তিনি বলেন, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত এবং সারাদেশে সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করার জন্যই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে। ফলে দেশে এখন শান্তি বিরাজ করছে।

তিনি আরও বলেন, ময়মনসিংহকে বিভাগ না করে বঞ্চিত করা হয়েছে। বিভাগের প্রাপ্যতা ময়মনসিংহবাসীর আগেই ছিল। কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কারণে তা পেছাচ্ছে। বৃহত্তর ময়মনসিংহের চার জেলার সমন্বয়ে ময়মনসিংহকে বিভাগ করার দাবি প্রধানমন্ত্রীর কাছে জানানো হবে।

এ সময় প্রেস ক্লাবের সহ-সভাপতি ডা. কে আর ইসলাম, সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, জতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সেক্রেটারি ফখরুল ইমাম এমপি, সালাউদ্দিন মুক্তি এমপি, জাপা নেতা আব্দুল আউয়াল সেলিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এআর/এএস/সা/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর