thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

জামায়াত নেতা ইউসুফের মৃতদেহ হস্তান্তর

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৯:৩৩:৩৮
জামায়াত নেতা ইউসুফের মৃতদেহ হস্তান্তর

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জামায়াতে ইসলামের নায়েবে আমির একেএম ইউসুফের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার আবিদ আহমেদ রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ কে এম ইউসুফের ছেলে এ কে এম মাহবুবুর রহমানের কাছে তার মৃতদেহ হস্তান্তর করেন। ঢাকা মিডেকেলের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ খ ম শফিউজ্জামান লাশের ময়নাতদন্ত করেন।

এ সময় এ কে এম মাহবুবুর রহমান জানান, বাবার মৃতদেহ ধানমন্ডির ১০/এ সড়কের ৩৬/এ নম্বর বাসার নিয়ে যাওয়া হবে। তারপর সিদ্ধান্ত হবে তাকে কোথায় দাফন করা হবে।

মাওলানা একেএম ইউসুফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১১টা ৪৫ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর