thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

মাছ রপ্তানিতে আয় কমেছে ৫৪৫ কোটি টাকা

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৯:৫৩:১৭
মাছ রপ্তানিতে আয় কমেছে ৫৪৫ কোটি টাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক : মাছ রপ্তানি ও আয়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। গত তিন বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন প্রজাতির স্বাদু পানির মাছ, সামুদ্রিক মাছ ও চিংড়ি রপ্তানির পরিমাণ ও আয় কমেছে। ২০১২-১৩ অর্থবছরে এ খাত থেকে আয় কমেছে প্রায় ৫৪৫ কোটি টাকা।

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক রবিবার এ তথ্য জানান।

কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘২০১২-১৩ অর্থবছরে ৮৪ হাজার ৯০৪ দশমিক ৫০ মেট্রিক টন মাছ রপ্তানি করে চার হাজার ১৫৮ কোটি ৯৮ লাখ টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। ২০১১-১২ অর্থবছরে ৯২ হাজার ৪৭৯ দশমিক ১৮ মেট্রিক টন মাছ রপ্তানিতে আয় হয়েছে চার হাজার ৭০৩ কোটি ৯৫ লাখ টাকা এবং ২০১০-১১ অর্থবছরে ৯৬ হাজার ৪৬৯ দশমিক ২৩ মেট্রিক টন মাছ রপ্তানি করে চার হাজার ৬০৩ কোটি ৬৭ লাখ টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরে মৎস্য অধিদফতরের অধীনে মোট ২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ সব প্রকল্পের অনুকূলে মোট ২১১ কোটি ৩৬ লাখ টাকার মধ্যে সরকারি খাত থেকে ১৪৫ কোটি ৪৫ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে ৬৫ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’

রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল ওয়াদুদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে উন্নত পদ্ধতিতে মৎস্য চাষকে উৎসাহিত করতে মাছের খাদ্য বা ফিস ফিড উৎপাদন ও বিক্রি বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে। ২০১০ সালের ২৮ জানুয়ারি থেকে প্রথমবারের মত মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন-২০১০ বলবৎ রয়েছে। এরই ধারাবাহিকতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ২০১১ সালের ১১ সেপ্টেম্বর মৎস্য খাদ্য বিধিমালা প্রণয়ন করে। বর্তমানে দেশে ২১৭টি মৎস্য উৎপাদন কারখানা, ১০৫টি মৎস্য খাদ্য উপকরণ আমদানি ও রপ্তানি এবং তিন হাজার ১৮৭টি মৎস্য খাদ্য পাইকারি ও খুচরা বিক্রেতাকে লাইসেন্সের আওতায় আনা হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।’

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে মৎস্য সম্পদের ঘাটতি মোকাবেলায় মানসম্মত রেণু ও পোনা সরবরাহের লক্ষ্যে বর্তমানে ১৩৭টি সরকারি মৎস্য খামার রয়েছে। বেসরকারি পর্যায়ে ৮৬১টি খামার ও ১০ হাজার ৪৫০টি নার্সারি রয়েছে। ২০১৩ সালে সরকারি ও বেসরকারি খামার থেকে প্রায় ৬৮ হাজার ৮৫০ কেজি রেণু এবং প্রায় ৯৯ কোটি ৭৮৮ লাখ পোনা উৎপাদিত হয়েছে।’

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/একে/এসকে/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর