thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘বিরোধী দলের অস্তিত্ব দেশের জন্য ভালো নয়’

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ২০:৩৩:৫১
‘বিরোধী দলের অস্তিত্ব দেশের জন্য ভালো নয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৯ দলীয় জোট দেশে আবারও যেকোনো সময় নাশকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘বিরোধী দলের অস্তিত্ব দেশের জন্য ভালো নয়।’

রাজধানীর ধানমণ্ডির ডব্লিউভিএ মিলনায়তনে অধ্যাপক কবীর চৌধুরীর ৯২তম জন্মদিন উপলক্ষে ‘মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে অধ্যাপক কবীর চৌধুরীর অবদান’ শীর্ষক স্মারক বক্তৃতা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য জামায়াত-হেফাজত যে নাশকতা সৃষ্টি করেছিল তার জন্য আগে থেকেই আমাদের প্রস্তুত থাকা উচিৎ ছিল। এদের তাণ্ডবে সাধারণ মানুষ অনেক আতঙ্কে ছিল।’

অধ্যাপক কবীর চৌধুরীর স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ‘কবীর চৌধুরী ছিলেন সুন্দর ও পবিত্র মনের মানুষ। তিনি কখনও কোনো মানুষের অমঙ্গল কামনা করতেন না। মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে তার অবদান অপরিসীম।’

সভায় আরও বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন, কমিটির উপদেষ্টা অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, গবেষণা ও উন্নয়ন কালেক্টিভের চেয়ারপারসন অধ্যাপক মেসবাহ কামাল, কবীর চৌধুরীর মেয়ে অধ্যাপক শাহীন কবীর প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/একে/এসকে/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর