thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘আমার বন্ধুত্ব জীবনের একটি অঙ্গ পঙ্গু হল’

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ২০:৪৫:১২
‘আমার বন্ধুত্ব জীবনের একটি অঙ্গ পঙ্গু হল’

দ্য রিপোর্ট প্রতিবেদক : কবি ফজল শাহাবুদ্দীনের মৃত্যু সংবাদ শুনে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমার বন্ধুত্ব জীবনের একটি অঙ্গ পঙ্গু হয়ে গেল।’

কবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘কবিবন্ধু ফজলকে হারানোর দুঃখ ভুলতে পারব না কোনো দিন। বন্ধুত্বে আমরা ছিলাম দুজন দুজনার পরিপূরক। তার মৃত্যুতে আমার বন্ধুত্বের জীবনে যে অঙ্গচ্ছেদ ঘটল, সেই পঙ্গুত্ব আমি আর ঘোচাতে পারব না কখনও কোনো কিছুর বিনিময়ে। কবি ফজল শাহাবুদ্দীন আজ চির নীরব-নিস্তব্ধ, তার কলমে আর কখনও কবিতার চরণ জন্ম নেবে না। এই অভাব কোনোকালে পূরণ হবার নয়।’

তিনি বলেন, ‘তার মৃত্যুতে দেশ হারালো এক বরেণ্য সন্তান, হারালো একজন প্রখ্যাত কবি। আর আমি হারালাম প্রিয়তম বন্ধু। হৃদয়ের গভীরে এই শোকের দংশন সইবার শক্তি যেন আমি হারিয়ে ফেলেছি।’

এদিকে প্রথম পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ১১ জন প্রার্থীর প্রতি সমর্থনের কথা জানিয়েছেন।

যাদের প্রতি সমর্থন ঘোষণা করা হয়েছে, তারা হলেন- চেয়ারম্যান পদে রংপুরের মিঠাপুকুর উপজেলায় মো. মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী, পীরগাছা উপজেলায় আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান, নীলফামারীর ডিমলা উপজেলায় আব্দুল লতিফ চৌধুরী, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় মো. আবু বক্কর সিদ্দিক পলাশ, কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ইঞ্জিনিয়ার আনিছুর রহমান রতন, নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মো. ওয়াহিদুজ্জামান তালুকদার (আজাদ), ঝিনাইদহ সদর উপজেলায় ড. হারুন অর রশীদ, নরসিংদীর বেলাবো উপজেলায় শাহ এহসানুল করিম মুকিত সোহেল, বরিশালের গৌরনদী উপজেলায় মো. জাকির হোসেন এবং এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আবু হানিফ খলিফা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. কুলসুম বেগম, মিঠাপুকুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আলহাজ্ব আবুল লতিফ খান।

(দ্য রিপোর্ট/সাআ/এপি/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর