thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ২১:৪৪:৩৬
সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রবিবার দুপুরে এ নির্দেশ দেন।

আগামী তিন সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো, ফেসবুকে মহানবীকে(স.) কটূক্তি করার গুজব ছড়ানো ব্যক্তিকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশ প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২ নভেম্বর পাবনা জেলায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটে। ৩ নভেম্বর এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনেন এডভোকেট সুব্রত চৌধুরী ও এএম আমিন উদ্দিন। এরপর আদালত অনুসন্ধান ও ক্ষতিপূরণ নির্ধারণের জন্য তিন সদস্যের কমিটি গঠন করে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায় কমিটির প্রতিবেদন আদালতের উপস্থাপন করেন।

৪৩ লাখ ৪২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৩৩টি, বসতঘরের সংখ্যা ২৯টি, ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি, মন্দিরের সংখ্যা সাতটি।

(দ্য রিপোর্ট/এসএ/একে/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর