thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘বিএনপি-জামায়াত সংবিধান মানে না’

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ২২:০৭:৩০
‘বিএনপি-জামায়াত সংবিধান মানে না’

দিনাজপুর সংবাদদাতা : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, ‘বিএনপি ও জামায়াত দেশের সংবিধান মানে না। সংবিধান মানে না বলেই তারা একের পর এক সহিংসতা তৈরি করছে।’

দিনাজপুরের ভূষিরবন্দরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে মন্ত্রী এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের সবাইকে সংবিধান মেনে চলতে হবে। যারা সহিংসতা চালিয়েছে তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। অপরাধীদের কেউই পার পাবে না।’

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলাউদ্দীন, সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ বাবলু, জেলা আওয়ামী লীগ নেতা মো. আলতাফুজ্জামান মিতা, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান সুনীল কুমার, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু হাতেম এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমআইআর/একে/এএস/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর