thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘জামায়াতকে সহযোগিতা করছেন মমতা’

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ২২:১০:৫৫
‘জামায়াতকে সহযোগিতা করছেন মমতা’

কলকাতা প্রতিনিধি ও দ্য রিপোর্ট ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশের জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার অভিযোগ তুলেছেন বামফ্রন্টের প্রধান বিমান বোস।

এটাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে বোস বলেন, প্রতিবেশী দেশটি থেকে পশ্চিমবঙ্গে কিছু লোককে স্থানান্তরে বাধ্য করা হয়েছে। এ ছাড়া মমতার কারণে তিস্তা নদীর পানিবণ্টন ও ছিটমহল বিনিময়ের ব্যাপারটি এখনও অমিমাংসীত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বোস বলেন, ‘তৃণমূল রাজ্যটিতে সাম্প্রদায়িক পরিস্থিতিকে উগ্র করতে চাচ্ছে। তারা মৌলবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। দলটি বাংলাদেশের মৌলবাদী শক্তি জামায়াতে ইসলামীকে সহযোগিতা করছে।’

বোস আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইঙ্গিতে ২০১১ সালের সেপ্টেম্বরে মমতা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফরে যাননি। হাসিনা সরকার যেন মৌলবাদীদের শক্ত হাতে দমন করতে না পারে এ জন্যই মমতা ওই সফর করেননি বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকার কথা ব্যক্ত করতে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের বৈঠকের সূত্রের উদ্ধৃতি দেন।

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর