thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

২৩ বছর পর ভবন পেতে যাচ্ছে এনজিও ব্যুরো

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ২২:৩২:৪১
২৩ বছর পর ভবন পেতে যাচ্ছে এনজিও ব্যুরো

জোসনা জামান, দ্য রিপোর্ট : প্রতিষ্ঠার ২৩ বছর পর নিজস্ব ভবন পেতে যাচ্ছে এনজিও বিষয়ক ব্যুরো। এতদিন মৎস্য ভবনের দুটো ফ্লোর ভাড়া করে কার্যক্রম পরিচালনা করে আসছিল ব্যুরোটি। এবার রাজধানীর আগারগাঁওয়ে শূন্য দশমিক ৮৪ একর জমির উপর ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

ভবন নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৪১ লাখ ৪৬ হাজার টাকা। ২০১৫ সালের জুনের মধ্যে শেষ হবে নির্মাণ কাজ।

এনজিও বিষয়ক ব্যুরোর নিজস্ব ভবন নির্মাণ সংক্রান্ত প্রকল্পটি মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন সূত্র।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ও পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে এনজিও বিষয়ক ব্যুরোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়বে। প্রকল্প বাস্তবায়নে একনেকে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

দেশি-বিদেশি এনজিওগুলোকে সেবা দেওয়ার জন্য ১৯৯০ সালে প্রতিষ্ঠা করা হয় এনজিও বিষয়ক ব্যুরো। শুরু থেকেই এনজিও নিবন্ধন, নিবন্ধন নবায়ন, প্রকল্প প্রস্তাব অনুমোদন, অডিট ও অর্থছাড়সহ অন্যান্য দায়িত্ব পালন করে আসছে এনজিও বিষয়ক ব্যুরো। প্রতিষ্ঠাকালীন থেকে গুরুত্বপূর্ণ এ অফিসটি সেগুনবাগিচায় মৎস্য ভবনের নবম ও দশম তলায় ৮ হাজার ৬৮৭ বর্গফুট স্থান ভাড়া নিয়ে কার্যক্রম চালিয়ে আসছে।

১৯৯০ সালে মাত্র ৩৮২টি নিবন্ধিত এনজিওর দেখভাল করার দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এর কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। এখন ব্যুরোর আওতায় রয়েছে ২ হাজার ৩৭০টি নিবন্ধিত এনজিও।

(দ্য রিপোর্ট/ জেজে/ একে/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ৯,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর